• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

জুলাই ঘোষনাপত্র দিতে সরকার তালবাহানা করছে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ জুন, ২০২৫

দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা দাবি করেন, গণঅভ্যুত্থানের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষনাপত্র দিতে পারেনি সরকার। ঘোষনাপত্র নিয়ে তালবাহানা করা হচ্ছে।

এসময় তারা আগামী সাতকার্যদিবসের মধ্যে জুলাই ঘোষনাপত্র প্রকাশের দাবি করেন। একইসাথে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী না সিদ্ধান্ত ইসির প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারসহ গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার করা, আওয়ামী লীগের দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক সাব্বির হোসেন সোহাগ। এসময় সংগঠনের জেলার নেবৃতৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/