একের পর এক দূর্ঘটনায় বরিশাল-ঢাকা মহাসড়ক এখন আতংকের সড়কে পরিণত হয়েছে। ঈদুল আজহার দিন (৭ জুন) থেকে শুরু করে শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই ছয়দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে অংশে সাতটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত সহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সর্বশেষ শুক্রবার উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলোর সড়কের ব্রাক কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। একই দিন মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াগতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ কমপক্ষে আটজন যাত্রী আহত হয়েছে। বাস দুইটি মহাসড়কের ওপর দূর্ঘটনায় পতিত হওয়ায় দুই ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের দুই পাশে কমপক্ষে ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার সোয়া একটার দিকে ঢাকাগামী গোল্ডেন লাইন ও বরিশালগামী ইতি পরিবহনে বেপরোয়াগতির কারনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে দুই চালকের অবস্থা গুরুত্বর। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুল ইসলাম জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের ওপর থেকে বাস দুইটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অপরদিকে জেলার উজিরপুর উপজেলার ইচলাদী-ডাকবাংলো সড়কের ব্রাক কার্যালয়ের সামনে দুপুর সাড়ে বারটার দিকে রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় আলতাফ সরদার (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহত আলতাফ গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের মেসের আলী সরদারের ছেলে। উজিরপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/