• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

বরিশালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

স্টাফ রিপোর্টার / ৬৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বরিশাল  মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ টায় বরিশাল রুপাতলি মেট্রোপলিটন পুলিশ লাইন্সে দিবসটি পালন উপলক্ষ্যে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটি শুভ সূচনা করা হয়। এরপর পরই হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরে বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ বিশ্বে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

বক্তারা বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের ভূমিকা গৌরবোজ্জ্বল। আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক সদস্যকে হারিয়েছি। তাই আমরা এই দিবসে বলতে চাই,যুদ্ধ নয়;শান্তি চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/