• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

ব্যর্থতাকে জয় করেই সফল হতে হবে : খোন্দকার আনোয়ার

স্টাফ রিপোর্টার / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বরিশাল স্থানীয় সরকার কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন বলেছেন, ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয়া যাবে না। কারণ ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ। ব্যর্থতাকে জয় করেই জীবনে সফল হতে হবে।

আজ নগরীর অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধান অতিথি বলেন, ব্যর্থ হয়ে থেমে গেলে জীবনে সফল হওয়া যাবে না। বারবার চেষ্টার ফলে ব্যর্থতা একদিন সফলতা হয়ে ধরা দিবে। সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা লালন করতে হবে। আমাদের দুর্বলতা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা চেষ্টা করি না।

তিনি বলেন, আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, নতুন নতুন উদ্ভাবনের যুগ। বিজ্ঞান আমাদের জীবন আধুনিক ও আরামদায়ক করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে যেটা দুঃসাধ্য মনে হচ্ছে ভবিষ্যতে বিজ্ঞান সেটা মানুষের হাতের মুঠোয় নিয়ে আসবে।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে ও মানুষের জীবনের চাওয়া-পাওয়াগুলোকে সম্ভব করতে বিজ্ঞান অত্যন্ত জরুরি। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের সকল ইতিবাচক চেষ্টাকে উৎসাহিত করা। বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তোলা।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন বক্তৃতা করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলায় কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রকল্প প্রদর্শনীতে বিজয়ীদের সম্মাননা ও স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/