নয় দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করে, পথ নাটক, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে অচল হয়ে পরেছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ।
তৃতীয় দিন সোমবার (২৬ মে) বেলা ১১ টায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে।এদিন, দাবির পক্ষে কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতির কুশপুত্তলিকা দাহ করা হয়। শিক্ষার্থীদের মানসিক চাপ ও অবস্থাপনার নিয়ে প্রতিবাদী পথ নাটক করেন বিক্ষুব্ধরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি বাতিল, অ্যাকাডেমিক স্বতন্ত্রতা, স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের দ্বারাই প্রশ্নপত্র তৈরিসহ ৯ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মত অ্যাকাডেমিক শাটডাউন চালিয়ে আসছেন তারা।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো লিটন রাব্বানী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পরেছে বরিশালের ইঞ্জিনিয়ারিং কলেজ। বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জানিয়ে অধ্যক্ষও শিক্ষার্থীদের আন্দোলনের দাবি যৌক্তিক বলছেন। উল্লেখ্য কলেজটিতে ২ টি বিভাগে ৫১৫ জন শিক্ষার্থী রয়েছেন।
https://slotbet.online/