বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদের নোমোর পূল এলাকায় সড়ক দুর্ঘটনায় ঔষধ কোম্পানির প্রতিনিধি আহত হয়েছে। তার নাম সোহাগ হাওরাদার (৩২) । সে শায়েস্তাবাদের হবি নগর এলাকার রহিল হাওলাদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে , বুধবার বেলা সাড়ে ১২ টায় সোহাগ হাওলাদার মটর সাইকেল যোগে বরিশাল নগরীতে আসার পথে দক্ষিন শায়েস্তাবাদ নোমোর পুল এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিন চালিত বালুবাহী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সোহাগ গুরুতর আহত হলে তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন কার হয়।
খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের এর এসআই মো: শাওন ঘটনাস্থল পরিদর্শন করে বালু বাহি ট্রলি ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
https://slotbet.online/