• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

নেত্রকোনা বারুণী মেলাকে ঘিরে উৎসবের আমেজ।

প্রতিনিধি / ২৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

রিপন কান্তি গুণ,নেত্রকোনা প্রতিনিধি।

নেত্রকোনার প্রতিটি উপজেলায় ধর্ম,বর্ন নির্বিশেষে জমে উঠেছে বাঙালির ঐতিহ্য বারুণী মেলা। দিনব্যাপী আয়োজিত এ মেলাতে বিপুল সংখ্যাক মানুষের সমাগমে উৎসব আমেজ বিরাজ করছে এবং হিন্দু-মুসলিমের মিলন মেলায় পরিনত হয়েছে।

আজ (৬ এপ্রিল) শনিবার হিন্দু ধর্মালম্বীদের পুণ্য স্নানানের মধ্য দিয়ে শুরু হয়েছে বারুণী মেলা। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রিদশী তিথিতে শুরু হয়েছে বারুণী পূণ্যস্নান ও মেলা।

মেলায় বিভিন্ন ধরনের পন্য সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করছেন মেলায় ঘুরতে আসা লোকজন।

সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে মেলাকে কেন্দ্র করে মাটির তৈরি গরু,হাতি,ঘোড়া,উট,বক,পুতুল ইত্যাদি খেলনা। এছাড়াও মেলায় উঠেছে বিভিন্ন প্লাস্টিকের খেলনা ও গৃহস্থলির সামগ্রীর অনেক জিনিস। রয়েছে গ্রাম বাংলার বিভিন্ন মুখরোচক খাবার দোকান।

বারুণী মেলায় ঘুরতে আসা নেত্রকোনা সদরের নাগড়া এলাকার বাসিন্দা রহিম শেখ বলেন,আমরা ছোট বেলা থেকে এ মেলা দেখে আসছি। আগে আমরা আমাদের বাবা-দাদা’দের সঙ্গে এ মেলায় আসতাম। তবে কালের আর্বতে ও আধুনিক জীবন যাপনের কারণে বর্তমানে লোকজ সংঙ্কৃতির এই ঐতিহ্যবাহী মেলাগুলোর উৎকর্ষতা আগের মত নেই। আগে বারুণী মেলার আনন্দই ছিল আলাদা।ধর্মের ভেদাভেদ ভুলে সকলেই আমরা এ মেলাকে ঘিরে আনন্দে মেতে উঠতাম।

বারহাট্টা সদরে মেলায় পণ্য সামগ্রী কিনতে আসা শেফালী সরকার বলেন,বারহাট্টায় বিয়ে হয়ে এসেছি প্রায় ২০ বছর হলো। বারুণীর মেলার আনন্দটাই অন্য রকম। এখানে আমাদের ছোট বেলার নানা মুখরোচক খাবারের সমাহার রয়েছে। যা আমাদের শৈশব কৈশোরের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। এখন আর যাওয়া সম্ভব হয়ে ওঠে না।

দিনব্যাপী এ মেলায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যারা সার্বক্ষণিক চারদিক নজরদারি রাখছেন বলে জানিয়েছেন,পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/