রিপন কান্তি গুণ,নেত্রকোনা প্রতিনিধি।
নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযানে কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া এলাকা থেকে চোরাই গরুসহ দুই চোর আটক। গ্রেফতারকৃতরা হলেন-কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের কালা মিয়া (৫২) ও আল আমিন (৪২)।
কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে মঙ্গলবার ভোর রাতে মডেল থানার (এসআই) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে (এসআই) মুহাইমিনুল ইসলাম লিমনসহ একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য কালা মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা চুরি হওয়া গাভী দুটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বর্নী গ্রামের কৃষক ফারুক আহম্মেদের গোয়াল থেকে দুটি গাভী চুরি হয়। অনেক খোঁজাখুঁজি পর গরুর কোন সন্ধান না পেয়ে বিষয়টি তিনি মডেল থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশ ঘটনাটি জানার পর চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে। এক পর্যায়ে মঙ্গলবার ভোর রাতে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য কালা মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা চুরি হওয়া গাভী দুটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (পিপিএম) বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ দুপুরে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
https://slotbet.online/