বরিশালের গৌরনদীতে সরকারী খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ধানডোবা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানান, সরকারী নিয়মনীতি উপেক্ষা করে সরকারী খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলো ধানডোবা এলাকার মৃত রহমান হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার।
এবিষয়ে স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পাওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অপরদিকে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ গয়নাঘাটা পুরনো ব্রীজ দখল করে ব্যবসা পরিচালনাকারীদের ২৪ ঘন্টার মধ্যে ব্রীজের ওপর থেকে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।
https://slotbet.online/