• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর আয়োজনে আজ শনিবার বিকেলে নগরীর একে স্কুল মাঠে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দেশ জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তাঁর আপোষহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল।

অনুষ্ঠানের শুরু আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড, জেলা ও সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ ও কর্মীরা বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে বরিশাল জেলা ও মহানগর মহিলা দলসহ সদর উপজেলার ১০ ইউনিয়নের হাজার হাজার নারী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, মহানগর মহিলা দল নেতৃবৃন্দ, সদর উপজেলা মহিলা দল নেত্রী ইসরাত জাহান রিমা, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের জাহানারা পারভীন’সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/