• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

পরিবারের সদস্যদের অচেতন করে দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্নলংকার লুট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে  এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সহিদুল ইসলাম মিরা (৪৮), মোসা: আকলিমা বেগম (৪২) লালবানু  (৮৫)  মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা জানান,আমি গরু কেনাবেচার ব্যবসা করি। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত আমার ঘুম ভাঙে না। একপর্যায়ে  পরিবারের অন্য সদস্য ডাকাডাকি,পরে আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করলে  হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি। ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার জন্য ২ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পাসের বাড়ির লোকজন ও  স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।এতে করে গোটা উপজেলার লোকজন এখন আতঙ্কিত।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান,ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য গতশনিবার দিবাগত রাত দুইটার উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে ডাকাতদল বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রায় এক লক্ষ টাকা এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/