• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ

এ এম মিজানুর রহমান বুলেট,  কলাপাড়া / ২৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫

দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে পটুয়াখালীর কলাপাড়া উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত রুপালি ইলিশ। তবে সরবরাহ বাড়লেও কমেনি বাজারের দাম। তাই এখনো স্বস্তি আসেনি সাধারণ ক্রেতাদের মধ্যে।

পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ছাড়াও জেলার অন্যান্য মৎস্য বন্দরে প্রতিদিন ভিড়ছে শত শত ট্রলার। সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে ইলিশ বোঝাই করে ঘাঁটে ফিরছে এসব ট্রলার। সমুদ্র থেকে ফেরা ট্রলার ভিড়তেই সরগরম হয়ে উঠেছে মাছের আড়ত।

ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকেও ফিরেছে পুরোনো সেই চিরচেনা কর্মচাঞ্চল্য। আড়তদার কাওসার মৃধা বলেন, ‘মাছ আসতেছে। বাজারও একটু চাঙা হইতেছে। যদি এভাবে মাছ পড়ে, দামও কমতে পারে।
জেলেদের চোখেমুখেও ফুটে উঠেছে স্বস্তির হাসি। কারণ বৈরী আবহাওয়ার কারণে অনেক দিন মাছ ধরা সম্ভব হয়নি; এবার মিলছে কাঙ্ক্ষিত সেই রুপালি ইলিশ। জেলে মো. শাহজাহান বলেন, ‘অনেকদিন পরে এবার ভালা মাছ পাইতেছি। এখন বউ-পোলাপান নিয়া একটু স্বস্তিতে চলতে পারুম।’
 
তবে এখনো বাজারের চিত্র তেমন বদলায়নি। সরবরাহ কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু ইলিশের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছ কিনতে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘মাছ আছে ঠিকই, কিন্তু দাম কম না। কয়েকদিন পর যদি বেশি মাছ পড়ে, তখন হয়ত একটু কমতে পারে।’
 
মৎস্য অবতরণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, মাঝারি সাইজের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়, আর বড় সাইজের ইলিশের দাম ২১০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর রুপালি ইলিশে ভরছে জাল। উপকূলের জেলেদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। তবে বাজারে সেই স্বস্তির ছোঁয়া পেতে ক্রেতাদের হয়ত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/