দীর্ঘদিনের হতাশা কাটিয়ে অবশেষে পটুয়াখালীর কলাপাড়া উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত রুপালি ইলিশ। তবে সরবরাহ বাড়লেও কমেনি বাজারের দাম। তাই এখনো স্বস্তি আসেনি সাধারণ ক্রেতাদের মধ্যে।
জেলেদের চোখেমুখেও ফুটে উঠেছে স্বস্তির হাসি। কারণ বৈরী আবহাওয়ার কারণে অনেক দিন মাছ ধরা সম্ভব হয়নি; এবার মিলছে কাঙ্ক্ষিত সেই রুপালি ইলিশ। জেলে মো. শাহজাহান বলেন, ‘অনেকদিন পরে এবার ভালা মাছ পাইতেছি। এখন বউ-পোলাপান নিয়া একটু স্বস্তিতে চলতে পারুম।’
তবে এখনো বাজারের চিত্র তেমন বদলায়নি। সরবরাহ কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু ইলিশের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছ কিনতে আসা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘মাছ আছে ঠিকই, কিন্তু দাম কম না। কয়েকদিন পর যদি বেশি মাছ পড়ে, তখন হয়ত একটু কমতে পারে।’
মৎস্য অবতরণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, মাঝারি সাইজের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়, আর বড় সাইজের ইলিশের দাম ২১০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর রুপালি ইলিশে ভরছে জাল। উপকূলের জেলেদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। তবে বাজারে সেই স্বস্তির ছোঁয়া পেতে ক্রেতাদের হয়ত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।