• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক কলেজছাত্রী। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে প্রেমিক তারেক মৃধার (২৫) বাড়িতে গিয়ে অবস্থান নেয় মোসা. জান্নাতি ওরফে সারা মনি (২০)। সে উপজেলার চিংগড়িয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে এবং সদ্য ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এইচএসসি পাস করেছে।
তরুণীর অভিযোগ, তারেক বিয়ের প্রলোভন দেখিয়ে দেড় বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৈশাখী মেলায় পরিচয়ের সূত্র ধরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে তারা কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরতে যায় এবং রাত্রিযাপন করে। তবে বিষয়টি জানাজানি হলে তারেক সম্পর্ক অস্বীকার করে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
তিনি আরও অভিযোগ করেন, বাড়িতে অবস্থান নেওয়ার পর তারেকের মা তাকে টেনে হিচড়ে বের করে দিয়ে ঘরে তালা মেরে অন্যত্র চলে যান। পরে আবারও তিনি সেখানে ফিরে অবস্থান নেন।
এ বিষয়ে তারেকের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার বাবা ফারুক মৃধা বলেন, “আমার ছেলের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, “ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/