পটুয়াখালীর কলাপাড়ায় কৈশোর কর্মসূচি উপলক্ষে ম্যারাথন সাইকেল রেলী, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফলজ ও বনজ চারা বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা বারোটায় উপজেলার অডিটোরিয়ামে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নাচে মাতোয়ারা হয়ে উঠে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ চারা বিতরন করা হয় এবং গুনীজনদের সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখে কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, কোডেক কলাপাড়া শাখার ব্যবস্থাপক ইসমাইল শেখ ও কোডেক কৈশোে কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার মো. সোলায়মান।
বক্তারা কোডেকের এ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং কৈশোর কর্মসূচির এ কাজকে আরো বেশি প্রসারিত করার আহবান জানান।