• শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪  জুলাই সনদ ঘোষনার দাবিতে বরিশালে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক  এ সরকার দেশের স্বার্থ বিক্রি করার জন্য আসেনি : নৌপরিবহন উপদেষ্টা নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে বরিশালে বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শ্রমিক কল্যাণের উদ্যোগে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অসহায়দের স্বাবলম্বী করতে সেলাই মেশিন ও ভ্রাম্যমান কফি মেকার বিতরন এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য : যুবক আটক

গলাচিপায় নুরুল হক নুরের ওপরে হামলা ফ্যাসিবাদি রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ -মাওলানা গাজী আতাউর রহমান

শেখ ফজলুল করীম মারুফ / ৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৩ জুন শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ন্যায়-নীতি ও জনকল্যাণের মাধ্যমে পরস্পর প্রতিযোগীতা হবে এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক চরিত্র হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু গতকাল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী, গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরকে তার নিজ এলাকায় যেভাবে সহিংস পন্থায় অবরুদ্ধ করা হয়েছে তা আমাদের বিস্মিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দনীয় এই ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুততার সাথে বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, জনাব নুরুল হক নুরের অভিযোগ মতে এই হমলার সাথে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। তাই যদি হয় তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহবান জানাবো, অবিলম্বে জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিন। কারণ জুলাই অভ্যুত্থানের পরে দেশে আবারো সহিংস রাজনৈতিক সংস্কৃতির চর্চা হতে দেয়া যাবে না। বিএনপির কারণে পুরোনো অশুভ রাজনৈতিক সংস্কৃতি বিষবাষ্প ছড়ালে ইতিহাসের কাছে বিএনপিকে দায়বদ্ধ করা হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরে দেশের রাজনীতিতে পুরোনো ধারার দখলবাজী, চাঁদাবাজি ও সহিংস ঘটনার সাথে দেশের একটি নির্দিষ্ট দলের নেতা-কর্মীদের নাম বারংবার উঠে আসছে। এই প্রবনতা জাতিকে শংকিত করছে। আগামী নির্বাচনের কথা চিন্তা করে আমরা উদ্বিগ্ন হচ্ছি। বিএনপির তৃণমূলের এই অসুস্থ্য মনোভাব ও রাজনৈতিক চরিত্র দেশের সামগ্রিক সংস্কার ও কল্যাণকে ক্ষতিগ্রস্ত করবে এবং স্বৈরতন্ত্রের বিষাক্ত বীজ অংকুরিত করবে। তাই বিএনপির নেতৃত্বকে অনুরোধ করবো, দ্রুততার সাথে তৃনমূলকে নিয়ন্ত্রণ করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দাবী করছে এবং সকল রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবিচল সংগ্রামের ঘোষণা করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/