• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরন

তৌহিদুল ইসলাম রোহান / ৩৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫

আগামী ৮ই মে অনুষ্ঠিতব্য “ছাত্র সংহতি সমাবেশ”-এর প্রস্তুতির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ একটি লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি বরিশাল টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বেলস পার্কে গিয়ে শেষ হয়।

সমাবেশটি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দাবিগুলোর প্রতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মাঝে ব্যাপকভাবে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ, সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত, মুখপাত্র ইসরাত মায়া, বরিশাল জেলা শাখার আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন সোহাগসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনের বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক হুসাইন আল সুহান বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নেই। এদের বিচার করতেই হবে, এদের নিষিদ্ধ করতেই হবে।”

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে, তারা এই ‘শেষ লড়াইয়ে’ ছাত্রদের পাশে থাকবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আশা করছেন, ৮ই মে’র সমাবেশে বরিশালের সচেতন জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং স্বৈরতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/