পটুয়াখালীর কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। একেবারেই পাওয়া যাচ্ছেনা বসুন্ধরা গ্রুপের গ্যাস। অন্যান্য কম্পানীর গ্যাস কিছুটা পাওয়া গেলেও দাম অনেকটা চড়া। ১২ কেজি ওজনের এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৪ শ’ থেকে ১৬ শ’ টাকা দরে। এর আগে এসব গ্যাস সিলিন্ডারের দাম ছিলো ১২ শ’ টাকা। সিলিন্ডার প্রতি বেড়েছে ২’শত থেকে ৪’শত টাকা। দীর্ঘ এক সপ্তাহ ধরে উপকূলীয় এলাকায় বিরাজ করছে এ অবস্থা। এতে অস্বস্থিতে পড়েছে সাধারন গ্রহকরা। সবেচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় বেশি দামে ক্রয় করার কারনে একটু বেশি দামে গ্যাস বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা।
ক্রেতা সৈয়দ রাসেল বলেন, কয়েক দিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। পাশাপাশি গ্যাসের দাম বেড়েই চলছে। গত সপ্তাহে বসুন্ধরা গ্যাস কিনেছি ১৬’শত টাকা দরে। এখন কিনতে গিয়ে দেখি বসুন্ধরা গ্যাস একেবারেই নেই। এজন্য এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেয়া উচিত।
দোকানদার বাবুল বলেন, আগে গ্যাস কিনতাম ১১’শত থেকে ১২’শত টাকা দরে। সেই গ্যাস এখন ১৩’শত থেকে ১৪’শত টাকা কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা ব্যবসা করে টিকে থাকতে পারবো না।
শিক্ষিকা নাজমা আক্তার জানান, এমনিতেই সকল পণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এখন আবার প্রতিটি গ্যাসের দাম ২’শত থেকে ৩’শত টাকা বেশি। ব্যয় বেড়ে যাওয়ায় পরিবার পরিজনের দু মুঠো ভাত খাবার কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,কাউছার হামিদ বলেন, কেউ গ্যাস মজুদ করে সংকট তৈরী করলে ও অতিরিক্ত মূল্য রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
এ রকম আরো সংবাদ...