বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সৌন্দর্যবর্ধনের সহযোগিতার হাত বাড়িয়ে দিলো পুবালী ব্যাংক। হাসপাতালে সামনে দুটি মাঠে সৌন্দর্যবর্ধনের নানামুখী কার্যক্রমের পরিচালনার দায়িত্ব নিয়েছে পূবালী ব্যাংক। আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ৫০টি কম্বল বিতরণকালে সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করার অঙ্গীকার করেন পূবালী ব্যাংক হাসপাতাল রোড শাখার সিনিয়র পিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মৃনাল কান্তি দাস। হাসপাতালের বর্তমান পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর’র পুরো হাসপাতাল এলাকা সৌন্দর্যবর্ধনের নানামুখী কার্যক্রমে মুগ্ধ হয়েছে পূবালী ব্যাংক। পরিচালকের এই উদ্যোগকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সৌন্দর্যবর্ধনের জন্য সকল প্রকার সহযোগিতা অঙ্গীকার করেন ব্যাংকের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর পরিচালকের দায়িত্ব নেয়ার পর অন্যান্য সরকারি হাসপাতাল থেকে পিছিয়ে পড়া এই হাসপাতালটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নানা মুখি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তিনি। এসি বিহীন গরম আর জরাজীর্ণ সিসিইউ ইউনিটটি আধুনিক ওয়ার্ডে রুপান্তর করেছেন তিনি। ল্যাব রিপোর্টের উপর রোগীদের আস্থা ফিরিয়ে আনতে ল্যাবরেটরি মেডিসিন বিভাগের আধুনিকায়ন, অত্যাধুনিক মেশিন সরবরাহ ও সবকটি কাউন্টারে অটোমেশন চালু করা হয়েছে। প্রথমবারের মতো হেমাটোলজি ল্যাবরেটরি শুরু করার ব্যবস্থা করেন পরিচালক। রোগীদের দুর্ভোগ রাগোবে, জরুরি ভিত্তিতে ৯৫ অকেজো মেশিন সচলসহ রোগী ভর্তির পর ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা জন্য ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগ চালু করা, হাসপাতালের রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সহ পরিচালকের নির্দেশে বর্তমানে অটোমেটিক মেশিনের মাধ্যমে হাসপাতালের মেঝে পরিষ্কার করা হচ্ছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে বিন। হাসপাতাল জীবাণুমুক্ত রাখার জন্য বিশটি ন্যানো স্প্রে মেশিন চালু করা হয়েছে। বর্তমানে ভেকুর মাধ্যমে হাসপাতালের আশেপাশে জমে থাকা ময়লা অপসারণের কাজ চলছে। সর্বশেষ এক টেবিলে বসে প্রতি মাসে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্টাফদের সাথে সমন্বয় সভার মাধ্যমে রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করা জন্যই হাসপাতাল উন্নয়নের ধারাবাহিকতায় সোমবার উদ্বোধন করা হলো হাসপাতালের প্রশাসনির বিভাগের জন্য আধুনিক মানের কনফারেন্স রুম। এর আগে রোগী সেবার সবচেয়ে বড়ো সমস্যা মেডিসিন বিভাগ থেকে ইতো মধ্যে ২টি ইউনিট মূল ভবনে স্থানান্তর করা হয়েছে। মেডিসিন ভবনটি ওপিডি (বহির্বিভাগ) ভবন হিসেবে ঘোষণা করা হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলার শিশু ওয়ার্ডটি আধুনিকায়নসহ হাসপাতালের মধ্যবিত্ত ও বৃত্তবান রোগীদের জন্য আধুনিক মানের ২২ টি এসি কেবিন চালু করা হয়েছে। আধুনিক মানের মানসিক বিভাগ চালু করার পাশাপাশি, হাসপাতালের পুরাতন ভবনের নিচ তলার ডি ব্লকে ইউরোলজি ও নিউরো সার্জারি বিভাগ চালু করা হয়েছে। এছাড়া উদ্বোধনের অপেক্ষায় আছে হাসপাতালের পিছনে মোটরসাইকেল গ্যারেজ। বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর পরিচালকের দায়িত্ব নেয়ার পরপরই তিনি সবচেয়ে বেশী হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধিতে উন্নয়নের জোর দিয়েছেন। তাই হাসপাতালের সামনের সব ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে হাসপাতালে প্রবেশ মুখে ৩টি শাপলা প্রতীক ও জনসাধারণের হাঁটার জন্য ওয়াকওয়ে এবং ফুলেল বাগান তৈরি করেছেন। হাসপাতালের সামনে দুইটি মাঠের মধ্যে স্থলে দুইটি দৃষ্টিনন্দন পানির ফোয়ারা নির্মাণ করেছেন। পরিচালকের সৌন্দর্যবর্ধনের নানামুখী কার্যক্রমে মুগ্ধ হয়েছে পূবালী ব্যাংক। তাই আজ মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ৫০টি কম্বল হাসপাতাল পরিচালকের হাতে তুলে দেন পুবালী ব্যাংকের হাসপাতাল রোড শাখার সিনিয়র পিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মৃনাল কান্তি দাস। তিনি এসময় হাসপাতালের সামনে দুটি মাঠ আরো দৃষ্টিনন্দন করার জন্য ফুলেল বাগান, ওয়ার্কওয়ে, পানির ফোয়ারা ও লেক নির্মাণ করার সকল প্রকার সহযোগিতা করার অঙ্গীকার করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমুল আহসান, হাসপাতালের মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন সভাপতি ডা. শাখয়াত হোসেন সৌকত।
ক্যাপশনঃ পূবালী ব্যাংকের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য ৫০টি কম্বল হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর হাতে তুলে দেন পুবালী ব্যাংকের হাসপাতাল রোড শাখার সিনিয়র পিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মৃনাল কান্তি দাস
https://slotbet.online/