• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম

১০ দলীয় জোটের প্রার্থী আওয়ামী শাসনামলের উপজেলা চেয়ারম্যান

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। নির্বাচনে কৌশলগত কারণে পরিবর্তন হচ্ছে জোটের প্রার্থী। পটুয়াখালী-৪ আসনে জোটের প্রার্থী হচ্ছেন ডাক্তার জহির উদ্দিন আহম্মেদ ।
১০ দলের যে জোট গঠন করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো খেলাফত মজলিস। আর এই খেলাফত মজলিস থেকেই জোটের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জহির উদ্দিন আহম্মেদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ছিলেন।
এখানে জোটের প্রার্থী হওয়ার কথা ছিল ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের। জোট ভেঙ্গে যাওয়ার কারণে ডা.জহির উদ্দিন আহমেদের জনপ্রিয়তা ও আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে তাকে জোটেরপ্রার্থী করা হয়েছে।
ডা. জহির উদ্দিন আহম্মেদ জানান, জোটের প্রার্থী হিসেবে এখানে আমাকে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
 তিনি আরো বলেন, ‘আমি কখনোই আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলাম না। দোয়াত কলম মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ৫ বছর শেষে আমাকে পটুয়াখালী-৪ আসনের তৎকালীন এমপি মহিববুর রহমান আমাকে বলল আপনাকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করছি। তবে আমি তাতে সম্মতি দেইনি। তাছাড়া একজন এমপি কখনোই দলের পদ দিতে পারে না। দলের পদ হবে জেলা কমিটির স্বাক্ষরে, কিংবা কাউন্সিলের মাধ্যমে। এমপির স্বাক্ষরে দলের পদ দেয়া যায় না। যেহেতু এ ব্যাপারে আমি জানতাম না। আমি কখনই আওয়ামী লীগ করতামও না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য  আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, ‘পটুয়াখালী-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ডা. জহির উদ্দিন আহমেদকে চূড়ান্ত করা হয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আমরা সহযোগিতা করবো।
১০দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে পটুয়াখালী–৪ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/