শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর ছাত্রশিবির।আজ ২০ জানুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিলটি নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে নগর ভবন হয়ে গির্জা মহল্লা ও সদর রোড প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজনের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা সভাপতি সাঈদ আহমদ।
আরও উপস্থিত ছিলেন, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, মহানগর দপ্তর সম্পাদক রাশেদুল হাসান, মহানগরের প্রশিক্ষণ সম্পাদক আবির হোসেন নোমান, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, কলেজ কার্যক্রম সম্পাদক ওয়ালিদ আনসারী, বি এম কলেজ সভাপতি শাহেদ খান সহ মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে হাসান নাঈম বলেন,শিক্ষার্থীদের অধিকার সুরক্ষিত রাখার জন্য ৫ই আগস্টে যে বিপ্লব সংঘটিত হয়েছিল। সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের অধিকার হরণ করা হচ্ছে। আর এই অধিকার হরণে নেতৃত্ব দিচ্ছে একটি ছাত্র সংগঠন। যারা কিনা বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের কাছে পরাজিত হয়েছে। যেই ফ্যাসিবাদ বিলোপের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে। সেই ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে।
তিনি আরও বলেন, প্রশাসন যদি এই ফ্যাসিবাদী কালো থাবা কে উপেক্ষা করে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে পারে তাহলে তাদের নিরপেক্ষতা প্রমাণিত হবে। এবং তারা আগামী দিনে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের প্রভাব মুক্ত হয়ে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে।
https://slotbet.online/