• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

নির্বাচনের প্রচারাভিযানে সংযম, শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার / ১২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নির্বাচনের প্রচারাভিযানে সংযম, শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপি ও জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল। যে-কোনো ধরনের সহিংস আচরণ ও উত্তেজনাপূর্ণ বক্তব্য না দেওয়ার জন্য তার মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, বরিশাল-এর উদ্যোগে আয়োজিত এই সংলাপটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সোমবার বরিশাল নগরীতে অনুষ্ঠিত ‘নির্বাচনি সৌহার্দ্য সংলাপ’-এ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এসব অঙ্গীকার করেন।

এতে অঙ্গীকারনামা দেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি, মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

সভায় বক্তারা বলেন, আমরা অতীতের রাজনীতির চর্চা ভুলে যেতে চাই। নির্বাচনকেন্দ্রিক হামলা-মামলা, ভোট কেন্দ্র থেকে প্রতিপক্ষের পুলিং এজেন্টদের বের করে দেওয়ার প্রচলন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আগামীর রাজনীতি হবে মেধার ও সৌহার্দ্যের রাজনীতি। প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে নিজের ও দলের কর্মপন্থা ভোটারদের কাছে উপস্থাপন করবেন।

এসময় ভোটারদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, নির্বাচিত হতে পারলে মান্তা ও হরিজন সম্প্রদায়ের বাসস্থানের নিশ্চয়তা, কুটির শিল্পের প্রসার, নদীর নব্য সংকট দূর এবং বিশেষ চাহিদার (প্রতিবন্ধী) নাগরিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে কি-না?

সভায় অংশ নেয়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল ও বিএনপি প্রার্থীর পক্ষে তার প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন এসবের জবাবে বলেন, এসব দাবিগুলো মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে। সব রাজনৈতিক দল মৌলিক চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহবুব হোসাইন দুলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা ও গণ অধিকার পরিষদের জেলা সভাপতি রফিকুল ইসলাম রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/