• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে গণভোটে “হ্যা” জয়যুক্ত করতেই হবে -পীর সাহেব চরমোনাই শত বছর পরেও খালেদা জিয়ার নাম প্রজন্মের মাঝে থেকে যাবে : এম জহির উদ্দিন স্বপন বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে দুর্নীতি ও দুঃশাসনকে কবর দিতে হবে :  আবুল খায়ের সরোয়ারকে চাঁদর পড়িয়ে ঐক্যের বার্তা দিলেন রহমাতুল্লাহ নলছিটিতে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা ইরানে বিক্ষোভ দমনে রেভল্যুশনারি গার্ডের ‘রেড লাইন’ ঘোষণা একই আসন নিয়ে মুখোমুখি জামায়াত–ইসলামী আন্দোলন পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনে জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে গণভোটে “হ্যা” জয়যুক্ত করতেই হবে -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে গণভোটে “হ্যা” জয়যুক্ত করতেই হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ এগারো জানুয়ারি, রবিবার এক বিবৃতিতে বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ জাতির দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমরা এখন পাচ্ছি তার পুরো কৃতিত্ব ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের। চব্বিশের জুলাইয়ে আমাদের তরুণ শিক্ষার্থী ও জনতা রাজপথে জীবনবাজী রেখে লড়াই করেছিলো বলেই আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। তবে মনে রাখতে হবে, আওয়ামী ফ্যাসিবাদ উৎখাত হলেও ফ্যাসিবাদী আইন-রীতি ও সংস্কৃতির উৎখাত হয় নাই। দেশ থেকে ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ নিশ্চিত করতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে জুলাই সনদের পক্ষে “হ্যা”কে জয়যুক্ত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে “হ্যা” জয়যুক্ত করতেই হবে। সেজন্য দেশের সকল রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারের প্রতি আহবান জানাবো যে, জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভুমিকা পালন করুন।

পীর সাহেব চরমোনাই বলেন, চব্বিশের জুলাইয়ে জনতা কেবল নির্বাচনের জন্য জীবন দেয় নাই। বরং একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রাজপথে লড়াই করেছে। জুলাই সনদে সেই প্রত্যাশা পুরোটা না হলেও বহুলাংশে সন্নিবেশিত হয়েছে। আমরা বারংবার বলেছিলাম যে, গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজন করুন। এই জাতীয় নির্বাচনসহ সকল কিছুই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের বরাতেই বৈধ হয়েছে। জাতীয় নির্বাচনের সাথে গণভোট আয়োজিত হলে গণভোটের আলোচনা আড়ালে চলে যাবে। আমাদের সেই দাবীকে উপেক্ষা করার পরিনতি আমরা দেখতে পাচ্ছি। জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে। এটা হতাশার। জুলাই সনদের পক্ষে বিপুল জনসমর্থন প্রদর্শিত না হলে অন্তবর্তী সরকার, এই নির্বাচনসহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। তাই জুলাই সনদের আলোচনা জারি রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, সুষ্ঠু ও উৎসবমূখর নির্বাচন আয়োজনের জন্য জননিরাপত্তা গুরুত্বপূর্ণ। জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটে নাই। এই বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/