বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গণতন্ত্রের মা’ খ্যাত খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। এ সময় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন। সেখানে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান।
জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ, মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে বিজয় সরণি, কারওয়ান বাজার, আগারগাঁও পর্যন্ত এলাকা জানাজার লাইন ছাড়িয়ে যায়। জানাজার পর খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।
https://slotbet.online/