• বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়াকাটায় শোকসভা

কলাপাড়া প্রতিনিধি / ৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মোনাজাত করেছে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট কতৃপক্ষ। ৩১ ডিসেম্বর (বুধবার) আসর নামাজ বাদ হোটেল গ্রেভার ইন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান শামীম সাঈদী।
এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও তার গৌরবময় জীবন নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ঘরামী প্রমুখ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নানা শ্রেণির পেশার মানুষ।
এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মোস্তফা কামাল।
দোয়া মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং পর্যটন খাতের কল্যাণ কামনা করা হয়।
এসময় ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া আলেম ওলামা ও ইসলাম পন্থিদের ভালো বাসতেন। কখনো আলেম ওলামাদের নিয়ে কটুক্তি করে নাই।
শামীম সাঈদী বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পিতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে ভরে অনেক নির্যাতন করেছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোষরা এখনো রয়ে গেছে। আওয়ামী দোষরদের শেকড় উপরে ফেলতে হবে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
অপরদিকে কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন, মহিপুর প্রেসক্লাব, লতাচাপলী ইউনিয়ন বিএনপি, মহিপুর ইউনিয়ন বিএনপি, ধুলাসার ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অংগসংগঠন পৃথক পৃথক শোক দিবস পালন করেছে। শোক দিবসে তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমার জান্নাতুল ফেরদৌস নসীবের কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/