• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:২১ অপরাহ্ন

গৌরনদীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে ক্রীড়াপ্রেমী ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে এ টূর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।

উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী টূর্নামেটের উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, প্রেসক্লাবের আহবায়ক ও বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য জহুরুল ইসলাম জহির, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, মঞ্জুর হোসেন মিলন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল লোকমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল,

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম অধিকারী, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য জোবায়ের আল মাহমুদ। টূর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ২০টি দল অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/