মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাকিল (২০) নামের এক জেলে নিহত হয়েছে। সস্থানীয়রা জানান, শুক্রবার বিকাল আনুমানিক ৫ টার সময় মেহেন্দিগঞ্জ জঙ্গালিয়া ইউনিয়নের কালাবদর নদীতে জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে ১ জেলে নিহত এবং ৩ জেলে আহত হয়েছেন। এসময় প্রতিপক্ষ জেলেদের হামলার আঘাতে মেহেন্দিগঞ্জের চর ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে শাকিল (২০) নদীতে পড়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। গতকাল শনিবার সকালে তার মরদেহ কালাবদর নদীতে ভেসে উঠেছে।সংবাদ পেয়ে নৌপুলিশের টীম ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে শাকিলের লাশ উদ্ধার করে। এ বিষয়ে নৌপুলিশের কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
https://slotbet.online/