• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে জখম

এইচ আর সুমন , ভোলা / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মো: শাহে আলম নামে সত্তরোর্ধ এক বৃদ্ধকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট এলাকার মুলাইপত্তন গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আহত শাহে আলমের স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুপারি জব্দ করে।

আহত শাহে আলমের মেয়ে শিমু বেগম জানান, মঙ্গলবার দুপুরের দিকে তার পিতা ঘরের পিছনের সুপারি বাগানে গিয়ে দেখেন মিল্লাদ, জসিম, নাজিম, ইউনুছ, মনির ও মোক্তারসহ বেশ কয়েকজন মিলে তার বাগানের সুপারি পাড়ছে। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে এলাপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার ডাক চিৎকারে মেয়ে শিমুসহ আসপাশের লোকজন এসে বৃদ্ধকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে বিকাল ৪টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহে আলমের স্বজনরা আরও জানান, ২০০৬ সালে তিনি ওই জমি কিনে ভোগ দখলে আছেন। এর দশ বছর পর মিল্লাদ, জসিম, নাজিম গ্রুপ ওই ২০১৬ সালে একই মালিক থেকে অন্যত্র জমি কিনে শাহে আলমের জমি দখলের চেষ্টা করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে আদালতে মামলা চলছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/