মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়নে বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হয়। আজ (শনিবার) বরিশাল ডিসি ঘাট থেকে চরমোনাই পর্যন্ত অনুষ্ঠিত র্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জেলা প্রশাসক বলেন, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়টা ইলিশ প্রজননের মৌসুম। মা ইলিশ এসময় গভীর সমুদ্র থেকে মোহনায় আসে ডিম দেওয়ার জন্য। একটি মা ইলিশ ১৫ লাখ থেকে ২৫ লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে। এ ২২ দিন মা ইলিশ আহরণ থেকে বিরত থাকলে আমাদের ইলিশের কোন অভাব থাকবে না।
তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষার জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছে। মা ইলিশ আহরণে বিরত রাখার জন্য সরকারের পক্ষ থেকে জেলেদের প্রণোদনা দেওয়া হচ্ছে৷ এবছর বরিশাল জেলায় ৬৬ হাজার ৫২৪ জন জেলেকে ২৫ কেজি করে ১ হাজার ৬৬৩ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া তেল ও আটাসহ আট প্রকার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, গতবছর কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবছর এধরনের চেষ্টা করলে সরকার সর্বোচ্চ আইন প্রয়োগ করবে। গতবছরের তুলনায় এবার টহল জোরদার করা হবে। মাঠে ৩০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌ-পুলিশ, র্যাব, কোস্ট গার্ড এবং মৎস্য দপ্তর নিয়মিত টহল দিবে। এসময় তিনি মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের সচেতন করতে ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যকর্মীদের আহ্বান জানান।
র্যালিতে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক, মৎস্য অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও র্যাবের কর্মকর্তাসহ জেলে প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
https://slotbet.online/