• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে প্রধান বিচারপতির আদালত পরিদর্শন

স্টাফ রিপোর্টার / ৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি। এসময় ইউএনডিপির প্রতিনিধি দলের সাত সদস্য উপস্থিত ছিলেন।

পরে তিনি ঘন্টাব্যাপী সময়ে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান প্রতিনিধি দলকে।

পরিদর্শনের বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইউএনডিপি আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নেবেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দলটি বরিশাল আদালত পরিদর্শন করলেন। এটি পধ্ন বিচারপতির দ্বিতীয় পরিদর্শন।

তিন আরও জানান, প্রধান বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

একইসাথে ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরীব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করেন।

আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১ টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপি কর্তৃক আয়োজিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি এন্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশ গ্রহন করেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালত পরিদর্শর কালে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জহির উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান, সিনিয়র সহকারী জজ সাব্বির মোহাম্মদ খালিদ, প্রথম অতিরক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাহান, মানব পাচার অপরাধ বিচারক সোহেল আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেন। ও বিভিন্ন আদালতের নাজির। মানব পাচারের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা, সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ নাজমুল হোসেন সহ বিভিন্ন আদালতের বেঞ্চ সহকারীর উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/