• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

বিএম কলেজে ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

বরিশাল সরকারি বিএম কলেজে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ২ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। প্রায় ৩০ হাজার শিক্ষার্থীদের দক্ষিনাঞ্চলের বৃহৎ এ প্রতিষ্ঠানে শিবিরের এ মহান উদ্যোগকে কলেজের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সবাই স্বাগত জানায় এবং স্বতস্ফূর্তভাবে চিকিৎসা গ্রহণ করে। বরিশালের ঐতিহ্যবাহী শেরেবাংলা মেডিকেল কলেজের ৬ জন ডাক্তার ছেলে ও মেয়েদের আলাদা ক্যাম্পে ২ টি টিম দ্বারা চিকিৎসা সেবা পরিচালনা করেন । আজ ২৩ সেপ্টেম্বর কলেজের লাইব্রেরি ভবনে এবং আগামীকাল ২৪ সেপ্টেম্বর কলেজের মূল ভবনে শিবিরের এই বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চলবে। চিকিৎসার পাশাপাশি বিভিন্ন ধরনের ঔষধ প্রদান করা হয়।

ফ্রী চিকিৎসা ক্যাম্পিং নিয়ে বিএম কলেজ শিবিরের সভাপতি সাহেদ খান বলেন আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা পড়াশোনাসহ বিভিন্ন বাস্তবতার মুখোমুখি থাকার কারণে সময় নিয়ে কলেজ থেকে দূরে কোথাও গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ অনেকেই বের করতে পারে না। কিন্তু সুস্বাস্থ্য ও সুন্দর মন পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ভাই বোনদের জন্য চিকিৎসা সহজ করতে ই কলেজে আমরা ডাক্তার এনে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি। ছাত্র শিবির শিক্ষার্থীদের জন্য এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। কলেজে পড়াশোনার পরিবেশ বজায় রাখতে শিবিরের নিত্য নতুন কার্যক্রমগুলো সবাই খুব সাদরে গ্রহণ করছে৷ এ সময় কলেজ সভাপতি সাহেদ খান মেডিকেল ক্যাম্প এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/