• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়েছে আসামি

স্টাফ রিপোর্টার / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল কোতোয়ালী মডেল থানার হাজতখানা থেকে জয় সাহা (৩০) নামের এক আসামি পালিয়েছে। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত বিষয়টি পুলিশ গোপন রাখার চেষ্টা চালায়। এ পর্যন্ত জয়কে গ্রেপ্তার করা যায়নি।

জানা গেছে, জয় সাহা মাদক মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি। রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছিলো।

রাতে খাবার দেয়ার জন্য এক কনস্টেবল হাজতখানার গেট খোলেন। তখন জয় ওই কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান।

তবে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টিত কোতোয়ালি মডেল থানার ভেতর থেকে দৌড়ে পালানোর বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এটি গোপন রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশ কঠোর নিরাবতা পালন করেন।

গণমাধ্যম কর্মীরা বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে ওসি (তদন্ত) সুমন আইচ বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলের অসতর্কতার কারনে জয় সাহা পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/