• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার / ৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ (শনিবার) জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিভাগীয় ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, একার পক্ষে বড় কোনো কাজ করা কঠিন। সমষ্টিগতভাবে কোনো কাজ করলে সহজে সফলতা অর্জন করা যায়। সমবায়ের শক্তিই হলো ঐক্য ও সহযোগিতা। সমাজের প্রত্যেক স্তরের মানুষ দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করলে দেশের অর্থনৈতিক ও সামজিক উন্নয়ন সম্ভব। সেক্ষেত্রে সমতা ও সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বর্তমানে লক্ষ লক্ষ শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষে চাকরির জন্য চেষ্টা করছে। চাকরি না পেয়ে অনেকেই হতাশ হচ্ছে, কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাই তরুণ প্রজন্মের কাছে সমবায় সমিতির সাফল্যের গল্প তুলে ধরতে হবে, যাতে তারা অনুপ্রাণিত হয়। তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে সমবায় কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে, যাতে নতুন উদ্যোক্তারা আগ্রহী হয়।

তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন নতুন খাদ্য ও পণ্য উদ্ভাবনে বিশাল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ছোট ছোট পরিবেশবান্ধব পণ্যের উদ্ভাবন, যেমন পলিথিনের বিকল্প থলে উৎপাদনের মাধ্যমেও সফলতা অর্জন করা সম্ভব।

সমবায় সমিতির গুরুত্ব উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্যহীন সমাজ গঠন। সমাজে যদি ধনী-গরিবের বৈষম্য থেকে যায়, তবে সেটি প্রকৃত সমতার সমাজ হবে না। তাই সমবায়ের মাধ্যমে সাম্য ও সমতার ভিত্তিতে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক ও বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মোঃ আতিকুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ী ২০২৪’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/