• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

আ’লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে : সরোয়ার

স্টাফ রিপোর্টার / ১০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেছেন, এক সাথে স্বৈরাচার হটিয়েছি, এখন যদি পিআর নিয়ে আমরা ভিন্ন হই তা কি হয়। আমরা যারা জুলাই আগস্টের সংগ্রামে ছিলাম তারা একসঙ্গে বসে ঠিক করা উচিত ভবিষ্যৎ পরিকল্পনা। নিরপেক্ষ সরকার আমাদের আলোচনার মাধ্যমে গঠন করতে হবে এবং এর অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে ‘চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

বাংলাদেশ বাণী পত্রিকার প্রধান সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় মজিবর রহমান সরোয়ার আরো বলেন, সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি। ১৮০০ মানুষের মৃত্যু বলে দেয় ভবিষ্যতে আর কোন স্বৈরাচারীর জন্ম হবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথিত আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

বরিশাল জেলার সাবেক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যাডভোকেট সরোয়ার বলেন, এখানে অনেক পত্রিকা। পাকিস্তান প্রিয়ডের সময় সাংবাদিকদের যে নির্দেশনা ছিলো তা এখন আর নেই। বাংলাদেশ বাণী যেন দেশের কথা বলে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। বাংলাদেশ বাণী পত্রিকার নিউজগুলো যেন ভালো হয়। সাংবাদিকতার মধ্যে যেন রাজনীতি চলে না আসে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার, ইসলামী আন্দোলনের জেলার সহ সভাপতি শেখ সামসুল আলম মিলন, বাংলাদেশ বাণীর প্রকাশক অ্যাডভোকেট মো. শাহে আলম। এ সময় বিভিন্ন দলের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/