বরিশালের গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা করেছে প্রশাসন।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা জেলা প্রশাসকের কাছে তুলে ধরে বক্তব্য প্রদান করেন। একইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক।
https://slotbet.online/