আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম ।
সভায় বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় কালে সভাপতি মহোদয় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে মেট্রোপলিটন পুলিশ এলাকার প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়েন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন, প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি নগর পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ব্রিফিং এর পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম যেমন- মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সোশ্যাল প্লাটফর্মে কোনো ধরনের গুজব ছড়ানো হলে সাথে সাথেই আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান। এই সময় বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ পূজা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীনসহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পূজা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।
এ রকম আরো সংবাদ...