• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : তারেক রহমান

দর্পন ডেস্ক / ২৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

স্বৈরাচার পালানোর পর অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোটে ধানের শীষের পক্ষেই রায় আসবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়েও সতর্ক করেন তিনি।

দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন সকাল থেকেই জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে।

সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের রায় বিএনপির পক্ষে আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারেক রহমান বলেন, ‘আমার এক বছর আগের কথা ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। স্বৈরাচার তো বিদায় নিয়েছে, পালিয়ে গিয়েছে। কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, তেমনি আমরা একটি সফল গণরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হবো।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এ সময় বিএনপি নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। এই একটি শপথ, এবং একই সঙ্গে দলের সম্পর্কে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে—সেই সুযোগ আমরা কাউকে দেব না।’

সম্মেলনে জেলার ১৩ উপজেলা ও ৮ পৌরসভার ২ হাজার ৯০ জন কাউন্সিলরসহ নেতা-কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/