• বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

পিআর পদ্ধতিতে নির্বাচন : আলোচনা-আন্দোলন দুটোই চালাবে জামায়াত

দর্পন ডেস্ক / ৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনা ও আন্দোলন দুটোই চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা নির্বাচনে যাব না–এমনটা বলিনি। আমরা বলেছি, পিআর পদ্ধতি উত্তম। আমরা উচ্চ ও নিম্নকক্ষে পিআর চাই। আলোচনা ও আন্দোলন দুটোই চালিয়ে যাব। পিআরসহ যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে আলোচনা ও আন্দোলন একইসাথে চলবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের স্বচ্ছ নির্বাচন তারা পছন্দ করেনি। এমনটা জাতীয় নির্বাচনেও হওয়ার আশঙ্কা আছে। কমিশনের মেয়াদ বাড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আসবে, এমনটা মনে করে না জামায়াত। এর জন্য প্রয়োজন সদিচ্ছা।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি সারছে।

নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য আছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দল সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এর বিরোধিতা করে চলমান পদ্ধতিতেই নির্বাচন চায়।

মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এই দেশে সম্ভব নয়। রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পেতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, আগামী দিনের রাজনীতির জন্য ভয়ঙ্কর হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/