• মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুলাদীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন খান কে ফুলেল শুভেচ্ছা বরিশালে তরুনীকে ধর্ষণের পর হত্যা : দুইজনের মৃত্যুদন্ড শহীদ জিয়া দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন : রহমাতুল্লাহ হিজলায় বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট পি আর পদ্ধতিতে নির্বাচন না দিলে দাবী আদায় রাজপথে নামতে বাধ্য হবো : ফয়জুল করীম নিজেদের ব্যক্তি স্বার্থের কারনে বিএনপি পিআরের বিরোধীতা করছে ভোলায় মুফতি রেজাউল করিম হিজলায় মেঘনায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট ভোলায় মুভি দেখে জন্মদাতা পিতাকে কুপিয়ে হত্যাকরে পুত্র জিজ্ঞাসাবাদে স্বীকার শহীদ মাওলানা নোমানীর জীবন কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাউফলের দুস্থ নারীদের মধ্যে জমায়াতের সেলাই মেশিন বিতরণ

শহীদ জিয়া দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন : রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ১০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৫ (সদর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রহমাতুল্লাহ আরও বলেছেন-১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা হরণ করেছিলেন শেখ মুজিব। পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতাসহ দেশের গণতন্ত্র নিশ্চিত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, সে সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমের কারণেই মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। যে রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীন থাকে না, সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রও বলা যায় না।

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে রহমাতুল্লাহ বলেন, এই নির্বাচনটি ছিলো প্রশ্নবিদ্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম নির্বাচন হওয়া সত্ত্বেও সেটি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে কিনা-তা নিয়ে এখন জনগণের মাঝে শঙ্কা বিরাজ করছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে গণতন্ত্র, রাষ্ট্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।

দলের মনোনয়ন প্রসঙ্গে রহমাতুল্লাহ বলেন, নির্বাচনের সময় হলে দল যাকে মনোনয়ন দেবে, বিএনপি ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত, সাইফুর রহমান মিরন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/