• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় দেয়া হয়েছে সেই সময়েই নির্বাচন হবে : নৌ পরিবহন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / ৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
oppo_0

 

বরিশাল: ফেব্রুয়ারিতে যে তারিখ ও সময় দেয়া হয়েছে সেই সময়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

 

একদিনের সফরে শনিবার (১৩ সেপ্টেম্বর) বরিশালে নিজ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত।

 

এসময় উপদেষ্টা আরও বলেন, আশা করি নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারা একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করবেন।  সেইসাথে অতীতের সরকারের মতো ভবিষ্যতে কোন সরকার হবে না, চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয়টি দেখবেন তারা। আমরা অত্যন্ত পরিষ্কার ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধায়নে নির্বাচন হবে।

 

তিনি বলেন, সবাই মিলে থাকলে দুর্গাপূজার সময় সৌহার্দপূর্ণ জায়গাটা কেউ নষ্ট করতে পারবে না। কিন্তু অনেকেই চেষ্টা করবে সেটি নষ্ট করার জন্য সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে।

 

উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে কথা বলে জানতে পেরেছি যেগুলো আমাদের ক্যাপিটাল অর্থাৎ রাজধানীতে হতে পারে সে ধরনের পরিস্থিতি বরিশালে হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতির বহুবিদ কারণ রয়েছে, তারমধ্যে অন্যতম আমরা তো এখন আগের মতো ধরে নিতে পারি না। আর উপদেষ্টা তো নিজেই বলেছেন, উন্নতির চেষ্টা চলছে।  আবার দেখুন ডাকসুর নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন কমপ্লেইন নেই। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকা একটি বিবেচ্য বিষয়, আমি আশা করি আমরা যতদিন আছি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সময় পুরোটাই নির্বাচন কমিশন যেভাবে বলবে সেনাবাহিনীসহ সব বাহিনী সেইভাবেই কাজ করবে।

 

সভায় তিনি জানান, তার অধীনে যতগুলো চলতি প্রজেক্ট রয়েছে সেখান থেকে আমি ২ হাজার ৬৮০ কোটি টাকা সেইভ করে দিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/