• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

সাংবাদিক আরেফিন তুষার আর নেই

দর্পন ডেস্ক / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় দৈনিক কাল বেলার বরিশাল ব্যুরো প্রধান, বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরেফিন তুষার (৪০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে সদর রোডস্থ দৈনিক কাল বেলা পত্রিকার বরিশাল ব্যুরো (হাবিব ভবন) অফিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরেফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বার বার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হট থানার আন্দারমানিক ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আরেফিন তুষারের মৃত্যুতে বরিশাল সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরো হতে থাকেন সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন সহকর্মীরা।

আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/