• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

মহিপুরে অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমান আদালতের হানা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালী মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেংগে বিনষ্ট করা হয়েছে এবং বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।
শনিবার রাত ১১ টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট  এলাকার বেড়িবাঁধের বাহিরের জোয়ার ভাঁটা প্রবাহমান খাল ভরাট করেছিলো প্রভাবশালী একটি চক্র।
এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেড সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে পরিচালিত মোবাইল কোর্ট তাকে  ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল কয়েকদিন যাবত বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশে জোয়ার ভাটা প্রবাহমান খাল ও সংরক্ষিত বনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন। এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হচ্ছে অন্যদিকে বনের জমি ভরাট করে, এভাবে প্রতিনিয়ত দখল হতে থাকলে পরিবেশ হুমকিতে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটার সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/