• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে : জাতীয় শিক্ষক ফোরাম

খবর বিজ্ঞপ্তি / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান বলেছেন, জনগণের ধর্মীয় সেন্টিমেন্টকে উপেক্ষা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এর পরিবর্তে সঙ্গীত এর শিক্ষক নিয়োগ প্রদানের সিদ্ধান্ত জনগণ প্রত্যাখ্যান করেছে। সর্বমহল থেকে দাবি উঠেছে সঙ্গীতের শিক্ষক নয় ধর্মীয় পরিচয়ে বেড়ে ওঠা কোমলপ্রাণ শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। ধর্ম শিক্ষার বই থাকলেও ধর্ম পড়ানোর নির্দিষ্ট শিক্ষক নেই।এজন্য বাস্তবতার নিরিখে সচেতন অভিভাবকরা চান,সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক।

আজ ৫ সেপ্টেম্বর’২৫ শুক্রবার সকাল ১০ টায় জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর ও জেলা আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর।

নগর সভাপতি প্রিন্সিপাল আবু বকর ত্বহা এর সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি প্রিন্সিপাল আবুল হাসান ইয়াহইয়া ও জেলা সেক্রেটারি মাও. আবুল হাসান এর পরিচালনায় বরিশাল মডেল মসজিদের ভিআইপি লাউঞ্জে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা গোলাম রব্বানী। কর্মশালায় দেড় শতাধিক এর বেশি দায়িত্বশীল অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/