• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

ববি শিক্ষার্থীদের তিন দাবিতে সড়ক অবরোধ

এনামুল হক, ববি প্রতিনিধি / ১৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‎বুধবার বিকেল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে সড়ক অবরোধ করে।

এসময় দাবি আদায়ে নানা ধরনের স্লোগানে দেয় শিক্ষার্থীরা। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধের কারনে মহাসড়কের দুই পাশের যানজটের সৃষ্টি হয়। এতে সাময়িক ভোগান্তিতে পরে যাত্রীরা। এর আগে, মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত আশ্বাস তারা পাইনি। যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছি আমরা।

অপর শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে লিখিত আকারে প্রকাশ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/