• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

হিজলায় নানার ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ আরাফাত বেপারী,হিজলা / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

 

বরিশালের হিজলা উপজেলায় নানার ঘর থেকে শাকিল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিল গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত ফরিদ খাঁর ছেলে। তিনি কিছুদিন আগে নানার বাড়ি বেড়াতে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ খাঁর মৃত্যুর পর শাকিলের মা অন্যত্র বিয়ে করেন। প্রায় এক মাস আগে শাকিলের একমাত্র বোনও মারা যায়। ঘটনার ৫ দিন আগে শাকিলের নানা-নানী ডাক্তার দেখাতে ঢাকায় গেলে তিনি একাই নানার ঘরে ছিলেন।

২ সেপ্টেম্বর দুপুরে আলমগীর শিকদারের স্ত্রী বাড়ির উঠান দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে লাশ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় শাকিলের লাশ দেখতে পান।

স্থানীয়রা ধারণা করছেন, শাকিলকে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে, কারণ তার পা খাটে তোষকের ওপর ছিল এবং ঘরের দরজাও খোলা অবস্থায় পাওয়া যায়।

নিহতের খালাতো ভাই আবু বক্কর সিদ্দিক জানান, দুই দিন আগে শাকিল তার মায়ের সঙ্গে একত্রে খাওয়া-দাওয়া করেছিলেন। পরে তার মা নিজ বাড়ি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুরে চলে যান।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

শাকিলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/