প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বরিশাল জেলার সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করে। আজ বরিশাল সার্কিট হাউজে তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিআইবি এর মহাপরিচালক ফারুখ ওয়াসিফ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সংবাদ জগতের বড় অংশটাই ঢাকার বাইরে। এদেশে সাংবাদিকতার আলোড়ন মফস্বল থেকেই শুরু হয়েছিল। ঢাকার চেয়ে মফস্বলের সাংবাদিকরা অনেকাংশে স্বাধীন। কোন সংবাদ পরিবেশন করতে মফস্বল সাংবাদিকদের খুব কমই বাঁধার সম্মুখীন হতে হয়। তাই যেকোনো ঘটনার সত্য উম্মোচন করা তাদের জন্য সহজ।
তিনি বলেন, একটি দেশে ফ্যাসিবাদ গেড়ে বসার পেছনে সাংবাদিকতা বৃহৎ পরিসরে দায়ি। বিগত সময়ে যেসকল সাংবাদিকদের নীরবতা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ফ্যাসিবাদ গভীরে প্রোথিত হয়েছিল সেসকল সাংবাদিকদের সুযোগ দিলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই ঢাকার পাশাপাশি মফস্বলের সাংবাদিকদেরও ফ্যাসিবাদের দোসর সম্পর্কে সজাগ থাকতে হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনার ঘর আপনাকেই পরিষ্কার রাখতে হবে। সত্যিকার নাগরিক সমাজের জায়গা হবে প্রেসক্লাব। মতবাদ প্রতিষ্ঠার রাজনীতি থেকে সাংবাদিকদের দূরে থাকতে হবে। সাংবাদিকরা হবে ভিন্নমত প্রকাশের সহযোগী। এসময় তিনি সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকতা করার দক্ষতা অর্জন করা এখন সময়ে দাবি বলে উল্লেখ করেন।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে এবং বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সহসভাপতি হুমায়ুন কবির ও সাংবাদিক নেতা নাসিমুল আলম।
প্রশিক্ষণে বরিশাল জেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
https://slotbet.online/