• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান

মাহিমুল হাসান এমদাদ / ২১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

 

বরিশালে জুলাই যোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থী ঐক্য পরিষদ।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের জুলাই যোদ্ধা, শহীদ জুলাই যোদ্ধা পরিবারের স্বজন, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এর আগে জুলাই যোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন, বাংলা একাডেমীর মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।

তিনি বলেন, আজকের এই আয়োজনের মধ্যদিয়ে জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হবে। জুলাই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা সেটি পূরণ হবে।

সুন্দর একটি দেশ গড়তে জুলাই যোদ্ধারা এখনো প্রস্তুত রয়েছে। এই আয়োজনের মাধ্যমে জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হবে এমন প্রত্যাশা আয়োজকদের।

আলোচনা শেষে জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/