২০০৪ সালে বরিশাল থেকে গজারিয়া নদীর তলদেশ হয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ আসে মেহেন্দিগঞ্জে। গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই উপজেলাটিতে। স্থানীয়দের অভিযোগ গেল তিন দিন আগে নদীতে বেশ কয়েকটি মালবাহী জাহাজ নোঙ্গর করে ফলে নদীর নিচ থেকে টানা সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এতে দুর্ভোগে রয়েছেন উপজেলাটির বাসিন্দারা
স্থানীয়রা জানান মেহেন্দিগঞ্জের তিনদিন যাবত বিদ্যুৎ নেই জেনারেটর চালু করে মোবাইল চার্জ দেওয়া লাগছে, ফ্রিজগুলো বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে ক্ষতি হচ্ছে। এক দোকানি বলেন ব্যবসা-বাণিজ্য সব অন্ধকারে নিমজ্জিত রয়েছে। অটো গাড়ির রিক্সা কোন কিছুই মেহেন্দিগঞ্জে চলে না। তারা অতি দ্রুতই সমস্যার সমাধান চান
এদিকে বিদ্যুৎ সংযোগ পুনস্থাপনের জন্য ক্ষতিগ্রস্ত তিনটি সাবমেরিন ক্যাবল পুনরায় স্থাপনের কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা, দ্রুত সংযোগ দেওয়ার কথাও জানান তারা।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.রিয়াজুর রহমান জানান, এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি, বিদ্যুত জ্বালানি সচিব স্যারের সাথে কথা বলেছি। অতি দ্রুতই ক্যাবল খুলনা থেকে নিয়ে আসা হয়েছে এটা লাগানোর ব্যবস্থা শুরু হয়েছে। প্রক্রিয়া চলমান রয়েছে।
মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.মফিজুল ইসলাম জানান,চেষ্টা করছি ডুবুরি খোঁজার আমাদের সাবমেরিন ক্যাবল আবার নতুন করে এনে পুনস্থাপন করে আগামী দু একদিনের ভিতর কমপক্ষে একটি কেবল সচলের চেষ্টা করছি যাতে অন্তত গৃহস্থলে বিদ্যুৎ পৌঁছাতে পারি।
মেহেন্দিগঞ্জ উপজেলায় দুইটি থানা একটি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন রয়েছে তবে সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় পৌরসভাসহ মোট ১১ টি ইউনিয়নে বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি এলাকাবাসীর
https://slotbet.online/