• রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন

যে দল আমাদের আন্দোলনে সহযোগিতা করবে পরবর্তী নির্বাচনে তাকেই ভোট দিব-মহিউদ্দিন রনি

মাহিমুল হাসান এমদাদ / ১০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারাদেশের স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের ৩০ তম দিনে মতবিনিময় সভা করেছে আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের অন্যতম সমনায়ক মহিউদ্দিন রনি জানান, দীর্ঘদিনের আন্দোলনের ফলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিছু কিছু পরিবর্তন এসেছে। নির্মূল করা হয়েছে বেশ কয়েকটি সিন্ডিকেটের। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি বরিশালের সচেতন মহল ও রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি তাদের তিন দফা দাবি মেনে নিতে লিখিত দেওয়ার দাবি জানান।

রনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ক্লাসে ফিরে যেতে চায়। তবে হাসপাতালের যে সিন্ডিকেট, অব্যবস্থাপনা তার বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

রনি বলেন, বরিশালে তরুণ ১ লাখ অনলাইন ব্যাবহারকারী আছে। যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছে। বরিশাল ৫ আসনে ভোটার মাত্র পাঁচ লাখ। পাঁচ লাখ ভোটারের গ্রহণযোগ্যতা পেতে হলে এই এক লাখ তরুন ভোটারকে গুরুত্ব দিতে হবে।
ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা আমাদের নাই। কিন্তু কে আমাদের প্রতিনিধি হবে সেই সিধান্তটা আমরা নিতে পারি। স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের দাবিগুলো যে দল আমাদের সহযোগিতা করবে আমরা পরবর্তী নির্বাচনে তাকেই ভোট দেব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/