“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এই শ্লোগানকে ধারণ করে হিজলা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট),বিকাল চারটায়, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শামীম আফ্রিদি, উপজেলা নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক মোঃ শাহজাহান রেজা, সদস্য সচিব মোঃ সোলাইমান জমাদার, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের জেলে সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মৎস্য সপ্তাহ সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য সপ্তাহ সুন্দর ভাবে পালন জন্য উপজেলা মৎস্য দপ্তরকে ধন্যবাদ জানান। দেশীয় মাছ রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। সামনে ‘মা’ ইলিশ রক্ষা অভিযান সফল করার জন্য দিকনির্দেশনা মূলক আলোচনা করা।
জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ঘোষণা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।
https://slotbet.online/