• শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

মরিয়ম হত্যার বিচার চেয়ে কাজিরহাটে মানববন্ধন

খন্দকার আলি হাসান, কাজিরহাট / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মরিয়ম হত্যার বিচার চেয়ে কাজিরহাটে আজ শিক্ষক ছাত্র-ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ কাজিরহাট বাজারে একত ডিগ্রী কলেজ, উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয়, সন্তোষপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসা এবং শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

কাজিরহাটের জয়নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিবাসী কবির হাওলাদারের মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া মরিয়ম আক্তার অন্যান্য দিনগুলোর মতোই গত সাতই জুলাই বাড়ির কাছের বিদালয় থেকে পরীক্ষা শেষে বাড়িতে রওনা হয়। কিন্তু রওনা হওয়ার পরে বাড়িতে না পৌঁছানোয় মেয়ে নিখোঁজের ব্যাপারে মরিয়মের বাবা কাজিরহাট থানায় সাধারণ ডায়েরি করেন যার নং ২৯০/২৫। নিখোঁজের ১৯ দিন পরে ২৫ জুলাই স্থানীয় মিরাজ বেপারীর পরিত্যক্ত একটি টিনের ঘরের পেছনের ডোবার মধ্যে একই এলাকার মিলন খান নামে এক ব্যক্তি লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন এবং পুলিশ এই লাশের বিশেষ কিছু অংশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। মরিয়মের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যাহার নং ১৪/২৫। এরপর থেকে জয়নগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ মরিয়ম হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাধিক মানববন্ধন করেন। এখন পর্যন্ত প্রশাসন কর্তৃক এই ব্যাপারে কোন দৃশ্যমান প্রক্রিয়া না দেখতে পেয়ে কাজিরহাটের সর্বস্তরের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ আতঙ্ক কাজ করছে।

মানববন্ধনে বক্তারা দ্রুত মরিয়ম হত্যার খুনিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি বা ফাঁসির দাবি করেন। অন্যথায় বরিশাল জেলা অথবা রাজধানী পর্যন্ত এ আন্দোলন গড়াবে বলে হুশিয়ারি দেন বিশিষ্টজনেরা।

এই ব্যাপারে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান যে, মামলাটি ক্লুলেস হওয়ায় তারা যথাসাধ্য চেষ্টার মাধ্যমে রহস্য উদঘাটনে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। মামলাটা তদন্তাধিন আছে এবং ইতোমধ্যে সন্দেহজনক দুজনকে তারা গ্রেফতার করে রিমান্ডের আওতায় এনেছেন।

মানববন্ধনে কাজিরহাট একতা কলেজের প্রিন্সিপাল সন্তোষপুর নেছারিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল, উদয়পুর মুসলিম আকন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে উক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, লতা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌকিদার। এনসিপির বরিশাল জেলার প্রধান সমন্বয়ক আবু মুসা, কাজিরহাট থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি ও কাজিরহাট থানা প্রেসক্লাবের সেক্রেটারি খন্দকার মুহাম্মদ আলী হাসানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/